ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ কর্মচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, মার্চ ৯, ২০২০
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ কর্মচারী নিহত

দিনাজপুর: দিনাজপুর শহরে মোটরসাইকেলের ধাক্কায় হবিবর রহমান (৫৫) নামে এক কলেজ কর্মচারী নিহত হয়েছেন।

সোমবার (০৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর শহরের মাতাসাগর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। হবিবর রহমান দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউটের কর্মচারী ছিলেন।

দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ বাংলানিউজকে জানান, সকালে মাতাসাগর মোড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।