ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সেনবাগে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, মার্চ ৯, ২০২০
সেনবাগে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলায় নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কে দ্রুতগতির যাত্রীবাহী বিআরটিসি চাপায় মো. নাঈম (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

সোমবার (০৯ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার এয়ারপোর্ট এলাকার নতুন বাজারের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত নাঈম উপজেলার ৬ নম্বর কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের মানিকের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে মোটরসাইকেলে নাঈম সেনবাগ থেকে চৌমুহনী বাজারে যাচ্ছিলেন। তিনি উপজেলার সেনবাগ এয়ারপোর্ট এলাকার নতুন বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বিআরটিসির একটি বাস মোটরসাইকেলসহ নাঈমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
 
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা বাংলানিউজকে জানান, নাঈম কলেজের ছাত্র ছিলেন। ঘটনাস্থল থেকে বাসটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।