সোমবার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলা দেড়টায় তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আল মাহমুদ ইমন কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার আব্দুর রব সরকারের ছেলে এবং পরিবারের সঙ্গে ডেমরা কোনাপাড়া বাঁশেরপুল এলাকায় থাকতেন।
মো. ইমন নামে এক পথচারী জানান, মৃধাবাড়ি এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি বাসকে ওভারটেক করেন তিনি। তার পেছনে আরেকজন বসা ছিল। বাসটি ওভারটেক করে চলন্ত বাসের সামনে স্লিপ করে পড়ে যায়। তখন ওই বাসের নিচেই চাপা পড়েন তিনি। তবে পেছনে বসে থাকা অপরজনের কিছু হয়নি।
নিহতের ভাই মো. মোহন বাংলানিউজকে জানান, নতুন একটি কোম্পানিতে সবেমাত্র চাকরি নিয়েছেন ইমন। সোমবার নিজের মোটরসাইকেল নিয়ে মৃধাবাড়ি এলাকায় যাওয়ার সময় এই দুর্ঘটনার শিকার হয়। তবে তার সঙ্গে থাকা তার বন্ধু কৌশিক তেমন আহত হয়নি। তিনি ভালো আছেন।
যাত্রাবাড়ীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, ঘটনার পরে ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
এজেডএস/এএটি