রোববার (০৯ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে আনন্দ আলো কার্যালয়ে পুরস্কার প্রদান কমিটির এক সভায় পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
এ বছর গল্প ও উপন্যাস শাখায় ‘বাবান ও টুনটুনি পাখি' গ্রন্থের জন্য ইমদাদুল হক মিলনকে এ পুরস্কারে ভূষিত করা হয়।
এবার ছড়া ও কবিতা শাখায় 'গুল্টু' গ্রন্থের জন্য মাহফুজ রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ শাখায় যৌথভাবে 'কিশোরীদের দেখা মুক্তিযুদ্ধ' গ্রন্থের জন্য সুরমা জাহিদ এবং 'বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের গল্প গ্রন্থে' ইমরান পরশ, অলংকরণে 'স্মৃতির বাতায়নে চাঁদের হাট' শীর্ষক গ্রন্থের জন্য আফজাল হোসেন এবং শ্রেষ্ঠ শিশুতোশ প্রকাশনা সংস্থা হিসেবে পুরস্কারের জন্য মনোনীত হয়েছে কথা প্রকাশ।
শিগগিরই এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
এমএ/