ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কান ধরেও নিস্তার মেলেনি!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, মার্চ ৯, ২০২০
কান ধরেও নিস্তার মেলেনি! কান ধরে ছেড়ে দেওয়ার মিনতি করছেন দুই মাদকসেবী। ছবি: বাংলানিউজ

ফেনী: মাদক সেবন করার সময় ফেনী শহরের জেলরোড় এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত হাসান ও শুক্কুর ওরফে সোহেল নামে দুই তরুণকে আটক করেন। এ সময় ছেড়ে দেওয়ার জন্য ভ্রাম্যমাণ আদালতের বিচারকের কাছে খুব অনুনয়-বিনয় করেন দুই মাদকসেবী। এমন কি কানও ধরেও তারা রেহাই পাননি।

পরে মাদক সেবন করে সমাজে শান্তি বিনষ্ট করার দায়ে ওই তরুণদের জরিমানা ও কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।

সোমবার (৯ মার্চ) দুপরে তাদের এই সাজা দেওয়া হয়।

ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী শহরের জেল রোড সংলগ্ন সমবায় মার্কেটের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার দায়ে হাসান ও শুক্কুর ওরফে সোহেলকে একশ টাকা করে জরিমানাসহ ২১ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ফেনী জেলা শাখার পরিদর্শক অমর কুমার সেন এবং অন্যান্য সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।