পরে মাদক সেবন করে সমাজে শান্তি বিনষ্ট করার দায়ে ওই তরুণদের জরিমানা ও কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।
সোমবার (৯ মার্চ) দুপরে তাদের এই সাজা দেওয়া হয়।
ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী শহরের জেল রোড সংলগ্ন সমবায় মার্কেটের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার দায়ে হাসান ও শুক্কুর ওরফে সোহেলকে একশ টাকা করে জরিমানাসহ ২১ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ফেনী জেলা শাখার পরিদর্শক অমর কুমার সেন এবং অন্যান্য সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
এসএইচডি/এএটি