ইতোমধ্যে বিশ্বে মহামারি আকার ধারণ করেছে করোনা ভাইরাস। বাংলাদেশে এ পর্যন্ত ৩ জন করোনা আক্রান্ত রোগী চিহ্নিত করা হয়েছে।
দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) পারভেজ সোহেল রানা বাংলানিউজকে জানান, করোনা ভাইরাস প্রতিরোধে দিনাজপুর স্বাস্থ্য বিভাগে জেলার কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেকে করোনার নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে স্থাপন করা হয়েছে। জেলার ১৩টি উপজেলায় করোনা আক্রান্ত রোগীদের কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হবে। বর্তমানে জেলায় এখনও করোনা রোগীর সন্ধান পাওয়া যায়নি। তবে আগে থেকেই জেলার স্বাস্থ্য বিভাগ করোনার ব্যাপারে সতর্ক রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
আরএ