ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

করোনা প্রতিরোধে দিনাজপুরে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, মার্চ ৯, ২০২০
করোনা প্রতিরোধে দিনাজপুরে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র 

দিনাজপুর: করোনা ভাইরাস প্রতিরোধে দিনাজপুর স্বাস্থ্য বিভাগ কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে স্থাপন করেছে। 

ইতোমধ্যে বিশ্বে মহামারি আকার ধারণ করেছে করোনা ভাইরাস। বাংলাদেশে এ পর্যন্ত ৩ জন করোনা আক্রান্ত রোগী চিহ্নিত করা হয়েছে।

এর মধ্যে ২ জন পুরুষ ও ১ জন মহিলা। আক্রান্তদের মধ্যে ২ জন সম্প্রতি ইতালি ফেরত এবং অপর ১ জন তাদের পরিবারের সদস্য।  

দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) পারভেজ সোহেল রানা বাংলানিউজকে জানান, করোনা ভাইরাস প্রতিরোধে দিনাজপুর স্বাস্থ্য বিভাগে জেলার কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেকে করোনার নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে স্থাপন করা হয়েছে। জেলার ১৩টি উপজেলায় করোনা আক্রান্ত রোগীদের কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হবে। বর্তমানে জেলায় এখনও করোনা রোগীর সন্ধান পাওয়া যায়নি। তবে আগে থেকেই জেলার স্বাস্থ্য বিভাগ করোনার ব্যাপারে সতর্ক রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।