ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

স্বাস্থ্যঝুঁকি থাকায় মুজিববর্ষে আসছেন না বিদেশি অতিথিরা

হোসাইন মোহাম্মদ সাগর, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, মার্চ ৯, ২০২০
স্বাস্থ্যঝুঁকি থাকায় মুজিববর্ষে আসছেন না বিদেশি অতিথিরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী।

ঢাকা: করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যঝুঁকি থাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে বন্ধুপ্রতিম দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানসহ গুরুত্বর্পূণ ব্যক্তিরা আসছেন না বলে জানিয়েছেন এ বিষয়ক জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী।

সোমবার (০৯ মার্চ) বিকেলে জাতীয় কমিটির এক সভা শেষে কামাল চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান।

মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে ক্ষোভ জানিয়ে আসছিল ধর্মভিত্তিক বিভিন্ন সংগঠন।

তারা যেকোনো মূল্যে এ দেশে মোদীর আগমন ঠেকাতে চেয়েছিল। এ প্রসঙ্গে কামাল চৌধুরী বলেন, এসব বিষয় এখানে মোটেই সম্পৃক্ত নয়। মুজিববর্ষে স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করেই আসছেন না বিদেশি অতিথিরা।

এছাড়া মুজিববর্ষে বিদেশি অতিথিদের আগমনের বিষয়টি নিয়ে মঙ্গলবার (১০ নার্চ) সাংবাদিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

ইতোমধ্যে বাংলাদেশেও করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় ১৭ মার্চ জাতীয় প্যারেড স্কয়ারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। তবে প্যারেড স্কয়ারের এ প্রোগ্রামটি পরে পুনর্বিন্যাস করে ভিন্নমাত্রায় করা হবে বলেও জানান কামাল চৌধুরী।

১৭ মার্চে যারা মুজিববর্ষের উদ্বোধনী আয়োজনটি নিজ নিজ প্রতিষ্ঠানে করবেন, তারা যেন জনসমাগম কমিয়ে তা করেন তারও নির্দেশনা দেন তিনি। বলেন, শুধু আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না রেখে, মুজিববর্ষে সেবা ও উন্নয়ন খাতকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
এইচএমএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।