ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

দ্রুত ফাইল নিষ্পত্তির নির্দেশ শ্রম প্রতিমন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, মার্চ ৯, ২০২০
দ্রুত ফাইল নিষ্পত্তির নির্দেশ শ্রম প্রতিমন্ত্রীর

ঢাকা: সহজে জনগণের সেবা প্রাপ্তি নিশ্চিতে মন্ত্রণালয়ের কাজ আরও গতিশীল করতে কর্মকর্তাদের দ্রুত ফাইল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। তিনি বলেন, কর্মকর্তাদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করতে হবে।

সোমবার (৯ মার্চ) মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় শুদ্ধাচার কৌশল-বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নিজ মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তরের কর্মকর্তাদের এ নির্দেশ দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, শুদ্ধ আচরণই শুদ্ধাচার, শুদ্ধাচার বর্তমান সরকারের দূরদর্শিতা।

তিনি কর্মকর্তাদের কর্মচারী আচরণ বিধিমালা যথাযথ পালন এবং সহকর্মীদের সঙ্গে শুদ্ধাচরণ ও সুসম্পর্ক রাখার তাগিদ দেন।

মন্নুজান সুফিয়ান বলেন, আমাদের সন্তানদের শুদ্ধাচারের মধ্যে দিয়ে গড়ে তুলতে হবে। তবেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হবে। একইসঙ্গে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং শেখ হাসিনার উন্নত-সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব হবে। জাতীয় শুদ্ধাচার বাস্তবায়নের ফলে উন্নয়নের সুফল সাধারণ মানুষের মধ্যে পৌঁছে যাবে বলে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ‘মুজিবর্ষ’ এর প্রাক্কালে তিনি এ প্রত্যাশা করেন।

কর্মশালায় মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজমের সভাপতিত্বে অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল উদ্দিন, ড. মো. রেজাউল হক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায়, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমানসহ মন্ত্রণালয়ের অধীন দপ্তরসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।  

পরে প্রতিমন্ত্রী তিন দিনব্যাপী জাতীয় শুদ্ধাচার কৌশল-বিষয়ক কর্মশালার উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
জিসিজি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।