ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

হাটবাজার ও জনসমাবেশে কম যাবেন: পরিকল্পনামন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, মার্চ ৯, ২০২০
হাটবাজার ও জনসমাবেশে কম যাবেন: পরিকল্পনামন্ত্রী বক্তব্য রাখছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

ঢাকা: করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সাবধানে থাকার পরামর্শ দিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আমি আপনাদের কাছে আবেদন রাখবো আপনারা ব্যক্তিগত জীবনে যতটা পারেন একটু জনসমাবেশে কম যাবেন। হাটবাজারে অহেতুক ঘোরাঘুরি কমিয়ে দিন, যাতে সমাজের সঙ্গে সংযুক্তিটা কম হয়। এটা আপনাদের জন্য মঙ্গল, আমাদের জন্যও মঙ্গল।’

সোমবার (০৯ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সভার আয়োজন করে পরিকল্পনা মন্ত্রণালয়।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘যেখানে এ করোনা ভাইরাস শুরু হয়েছে সেই চীনারা এটা প্রায় পার করে এসেছে। আমরা সাবধান থাকবো। সরকার বিভিন্ন অনুষ্ঠানে কিছু কাটছাট করেছে। আমরাও ব্যক্তিগত জীবনে সবধানতা অবলম্বন করতে পারি। পরিচ্ছন্ন থাকা, হাত ধোয়ার বিষয় আছে, পরিবারকে একটু বিচ্ছিন্ন করে রাখা। যতদূর সম্ভব হাট-বাজারে ঘোরা ফেরা কমিয়ে দিন। সার্বিকভাবে সবাই আমরা এটা করলে জাতিগতভাবে আমরা রক্ষা পেতে পারি। ’

পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সৎ ও নির্মোহভাবে কাজ করার আহবান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আপনাদের বয়জ্যেষ্ঠ হিসেবে এটা আমি বলছি আপনারা সৎ ভাবে কাজ করুন। বঙ্গবন্ধুর সম্মানে আমাদের কাজ করতে হবে। প্রত্যেক মানুষ তার নিজস্ব ভূখণ্ডে বাস করতে চান। বঙ্গবন্ধুর নেতৃত্বে  আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি। আমরা যাতে সম্মানের সঙ্গে এ ভূমিতে বাস করতে পারি। এ জন্য আমাদের পরিশ্রম করা দরকার। সৎভাবে কাজ করা দরকার। ’

পরিকল্পনা বিভাগের সচিব নূরুল আমিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) সাহিন আহমেদ চৌধুরী, পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) শামীমা নার্গিস, আইএমইডি সচিব আবুল মনসুর মো. ফয়েজউল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
এমআইএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।