ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব হলেন কামাল হোসেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, মার্চ ৯, ২০২০
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব হলেন কামাল হোসেন

ঢাকা: বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ডব্লিউটিও সেলের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. কামাল হোসেনকে সচিব পদে পদোন্নতি দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) হিসেবে পদায়ন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার (৯ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংষ্কার) শেখ মুজিবুর রহমানের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় গত ৬ মার্চ থেকে অবসরোত্তর ছুটিতে যান।

এরপর থেকে পদটি শূন্য হয়।  

অপর আদেশে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা মালেককে জাতীয় সংসদ সচিবালয়ের মহাপরিচালক করা হয়েছে। আর রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) অভিজিৎ চৌধুরীকে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ইউনিটের মহাপরিচালক করা হয়েছে।

আরেক আদেশে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের গুলনার নাজমুন নাহার ও পেট্রোবাংলার পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মোস্তফা কামালকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে বদলি করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
এমআইএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।