সেমিনারে কেরাণীগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের ডায়াবেটোলজিস্ট ডা. মো. শাহিনুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও ডায়াবেটিক অ্যাসোসিয়েশন এশিয়া মহাদেশের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যুগ্ম মহাসচিব ও বিআইএইচএস অ্যান্ড ইউএসসি কম্পোনেন্টের প্রেসিডেন্ট অধ্যাপক রশিদ-ই-মাহবুব ও বিআইএইচএস অ্যান্ড ইউএসসি কম্পোনেন্টের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক আব্দুল হালিম।
আরও বক্তব্য রাখেন- ড. রওশন সালেহা, ড. আফরোজা বেগম, ড. অসিত মজুমদার, ড. ফাইজা ফাহমিদ ও ড. নাহিদ সুলতানা প্রমুখ।
সেমিনারে বক্তারা করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে জোরারোপ করে বলেন, করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করলেও এ ভাইরাসে মৃত্যুহার কম। সাধারণ চিকিৎসায় ভাল হয়ে উঠতে পারে করোনা আক্রান্ত রোগী। জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা গেলে এ ভাইরাসের প্রকোপ কমানো যাবে।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
আরএ