সভায় বক্তারা বলেন, সারাবিশ্বে বর্তমানে করোনা ভাইরাস মারাত্মক আকার ধারণ করেছে। বাংলাদেশেও ৩ জন রোগী শনাক্ত হয়েছে।
পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত পুলিশ সুপার মো. নাঈমুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান, সিভিল সার্জন ফজলুর রহমান, সদর উপজেলার চেয়ারম্যান আমিরুল ইসলাম প্রমুখ।
পঞ্চগড় সিভিল সার্জন ফজলুর রহমান জানান, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চার তলায় পাঁচটি রুমে ১০টি আইসোলেশন ইউনিট গঠন করা হয়েছে। জরুরি সমস্যা মোকাবেলায় জেলা স্বাস্থ্য বিভাগ সবসময় প্রস্তুত রয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
আরএ