ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, মার্চ ৯, ২০২০
সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকদের মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া: স্বতন্ত্র মাধ্যমিক অধিদপ্তর প্রতিষ্ঠাসহ সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি ব্রাহ্মণবাড়িয়া শাখা।

সোমবার (০৯ মার্চ) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।

 

শহরের সাবেরা সোবহান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন- বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির কুমিল্লা অঞ্চলের সাধারণ সম্পাদক এ.এফ.এম আব্দুস সাকির, সহ-সভাপতি গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক মো. নিজাম উদ্দিন, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন সরকার, নাছির উদ্দিন, শফিকুর রহমান ভূঁইয়া, সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এস.এম সোহেল, গভ. মডেল গালস্ হাইস্কুলের শিক্ষক লক্ষী রানী বনিক, সাবেরা সোবহান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুর রহমান, কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির সরকার, মো. শাহ আলম প্রমুখ।

মানববন্ধনে বক্তরা স্বতন্ত্র মাধ্যমিক অধিদপ্তর প্রতিষ্ঠা, টাইমস্কেল বাস্তবায়ন, পদায়নে দীর্ঘ সূত্রিতা প্রত্যাহার, আত্তিকরণ বিধিমালা প্রণয়ণ, মাধ্যমিক স্তরের সব শুন্য পদে পদোন্নিতর মাধ্যমে পদায়ন, নবম গ্রেডে উন্নতিকরণ, সেসিপ প্রকল্পসহ মাধ্যমিক শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্য প্রকল্পে মাধ্যমিকের কর্মকর্তা নিয়োগের দাবির যৌক্তিকতা তুলে ধরেন।  

তারা বলেন, সরকারের উন্নয়নের ছোঁয়া বিভিন্ন দফতরে লাগলেও মাধ্যমিক শিক্ষক সমাজ অবহেলিত রয়ে গেছে। মুজিববর্ষে সব দাবি বাস্তবায়ন করে বৈষম্য দূর করতে উদ্যোগী হবে সরকার এমন প্রত্যাশা আমাদের।  

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।