ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

চড়া দামে মাস্ক বিক্রি করায় ২ প্রতিষ্ঠানের জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, মার্চ ৯, ২০২০
চড়া দামে মাস্ক বিক্রি করায় ২ প্রতিষ্ঠানের জরিমানা ভ্রাম্যমাণ আদালত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে মাস্কের দাম চড়া দাম রাখায় দুই প্রতিষ্ঠানের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজেস্ট্রেট মো. আল-আমিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় মাস্কের দাম বেশি রাখার দায়ে শহরের হাসপাতালে সড়কের লক্ষ্মীপুর সার্জিকেল ও বিসমিল্লাহ সার্জিকেলের মালিককে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মকবুল হোসেন, মনিজা খাতুন ও জেলা ড্রাগ সুপার মো. ফজলুল হক।

জেলা প্রশাসন সূত্র জানায়, অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বেশি দামে মাস্ক বিক্রি করার দায়ে লক্ষ্মীপুর সার্জিকেল মালিককে ১০ হাজার ও বিসমিল্লাহ সার্জিকেলকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
এসআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।