সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।
সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন-স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ হাবিবুর রহমান প্রমুখসহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তারা।
সভায় করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় শীর্ষক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান।
এদিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বাংলানিউজকে জানান, করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগত রোগীদের চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ভেতরে নতুন নার্সিং ডরমেটরির পাঁচ তলা ভবনের ৪৮টি রুম রাখা হয়েছে। প্রতিটি রুমে ২টি করে আলাদা বেড রয়েছে।
এছাড়াও ডক্টরর্স ক্লাবের বিল্ডিংয়ে পুরুষ ও মহিলা ওয়ার্ডে ৫টি করে মোট ১০টি বেড রাখা হয়েছে। অপরদিকে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের নিচ তলায় আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। পাশাপাশি প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি বেড রাখা হয়েছে।
প্রয়োজনে উপজেলার বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানে করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসা সেবার ব্যবস্থার কথা জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘন্টা, মার্চ ০৯, ২০২০
আরএ