অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রেসিডেন্ট রুবানা হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসি আই কনস্যুমার ব্র্যান্ডসের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলমগীর, এসি আই কনস্যুমার ব্র্যান্ডসের বিজনেস ডিরেক্টর মো. কামরুল হাসান ও মার্কেটিং ম্যানেজার খন্দকার ইশতিয়াক আহমদ।
সম্মাননাপ্রাপ্তরা হলেন-মেডিক্যাল সায়েন্স ড. সামিনা চৌধুরী, প্রেসিডেন্ট, অবস্টেট্রিকাল অ্যান্ড গাইনীকোলজিকাল সোসাইটি অব বাংলাদেশ, সোশ্যাল সার্ভিস সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান নির্বাহী, বাংলাদেশ এনভায়রনমেন্টল ইয়ার্স অ্যাসোসিয়েশন (বেলা), উদ্যোক্তা আফরোজা বেগম, ব্যবস্থাপনা পরিচালক, খান’স কিচেন শিক্ষা আসমা সুলতানা, প্রধানশিক্ষিকা, ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্পোরেট শারমিন সুলতান, ডিরেক্টর, হিউম্যান রিসোর্সেস, ব্র্যাক ইন্টারন্যাশনাল, ক্রীড়া শিরিন আক্তার, স্প্রিন্টার, ফ্যাশন পিয়াজান্নাতুল (মডেল) সঙ্গীত নাজমুন মুনিরা ন্যান্সি (কণ্ঠশিল্পী)।
অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত প্রায় পাঁচ শতাধিক নারী অংশগ্রহণ করেন। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিনের এ উদ্যোগ বাংলাদেশের নারীদের সামনে আরও এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে বলে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
এএটি