ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

করোনায় যথাযথ ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ: জাপানি রাষ্ট্রদূত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
করোনায় যথাযথ ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ: জাপানি রাষ্ট্রদূত

বরিশাল: বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইটো নাওকি বরিশাল সফরকালে বলেছেন, করোনা ভাইরাস মোকাবিলায় যথাযথ ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ সরকার। ইতোমধ্যে ইতালি ফেরত তিনজনকে সরকার শনাক্তও করেছে। সরকারের এই কার্যক্রমে জাপান নিশ্চিন্ত রয়েছে, যথাযথভাবে করোনা নিয়ন্ত্রণ করতে পারবে বাংলাদেশ।

সোমবার (০৯ মার্চ) বিকেলে বরিশালে ডিডব্লিউএফের (ডিজেবল ওয়েলফেয়ার ফাউন্ডেশন) উদ্যোগে জাপান সরকারের সহায়তায় নির্মিত আনোয়ারা তোফাজ্জেল বৃদ্ধাশ্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 
তিনি আরও বলেন, বরিশালের উন্নয়নে দীর্ঘদিন ধরেই কাজ করছে জাপান সরকার।

এর আগে বরিশাল সিটি করপোরেশন, সড়ক, সেতুসহ বিভিন্ন উন্নয়নে তারা সহযোগিতা করেছে। আগামীতে কর্তৃপক্ষকে উন্নয়নের জন্য আবেদন করতে হবে। তারা যদি এক পা এগোয়, জাপান সহযোগিতার জন্য অনেক বেশি এগিয়ে আসবে।

বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বিপরীতে এই বৃদ্ধাশ্রমটি স্থাপন করা হয়েছে। এখানে প্রাথমিক পর্যায়ে ২০ জনের বিনামূল্যে আবাসনের ব্যবস্থা রয়েছে। এছাড়ায় একই স্থানে ডিডব্লিউএফ আনোয়ারা তোফাজ্জেল পেলিয়েটিভ হসপিটালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাপান রাষ্ট্রদূত।  

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ-জাপান ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমিরুল ইসলাম খান বুলবুল, ডিডব্লিউএফের চেয়ারম্যান মো. ঝাহিরুল ইসলাম, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক মো. সরাজুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।