সোমবার (০৯ মার্চ) সকালে ঢাকার খিলক্ষেত এলাকার বাসায় তিনি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। বাদ যোহর ঢাকায় মরহুমার প্রথম নামাজের জানাযা অনুষ্ঠিত হয়।
তিনি প্রয়াত রাজনীতিবিদ আবদুল জলিল মিয়ার সহধর্মীনী। মৃত্যুকালে তিনি ছয় ছেলে, দুই মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ, পৌরসভার মেয়র ইসমাইল খোকন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও আওয়ামী লীগ নেতা রফিকুল হায়দার বাবুল পাঠানসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যাক মুসল্লি অংশ নেয়।
বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
এসআর/এসআরএস