সোমবার (০৯ মার্চ) বংশাল থানাধীন ২৭ নম্বর বাড়ির আলী নেকী দেউরী এলাকার একটি কারখানায় এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন- কারখানাটির মালিক মোস্তাফা (৫২), কর্মচারী তানজিত (১৮), মনির হোসেন (২০) ও আবিদ হোসেন (২০)।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ওই এলাকার একটি বাসায় অভিযান চালানো হয়। সেসময় সেখানে গিয়ে দেখা যায়, সেলুনের জন্য ব্যবহার করা ভেজাল ফেয়ারনেস ক্রিম কারখানা। পরে সেই কারখানা থেকে সেলুনে ব্যবহারের নকল ফেসওয়াস, কাঁচামাল, বিভিন্ন সাইজের ৩৯০টা ক্রিম ভর্তি টিউব জব্দসহ ওই চারজনকে আটক করা হয়।
এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
এজেডএস