ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পাকুন্দিয়ায় বাস-ট্রাক্টর সংঘর্ষে স্কুলছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
পাকুন্দিয়ায় বাস-ট্রাক্টর সংঘর্ষে স্কুলছাত্র নিহত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বাস ও ট্রাক্টরের সংঘর্ষে মিলন মিয়া (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। 

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ-ঢাকা সড়কের মির্জাপুর বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

মিলন পাকুন্দিয়া পৌর এলাকার টান লক্ষ্মীয়া এলাকার গোলাপ মিয়ার ছেলে এবং লক্ষ্মীয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, পড়ালেখার পাশাপাশি ট্রাক্টরের হেলপার হিসেবে কাজ করতো মিলন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ট্রাক্টরটি পাকুন্দিয়া সদর থেকে মির্জাপুর যাচ্ছিল। পথে বাইপাস সড়কে অনন্যা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-৪৫১৩) ট্রাক্টরটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি রাস্তা থেকে ছিটকে নিচু জমিতে পড়ে যায়। এসময় ট্রাক্টরের পেছনে থাকা মিলন পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।