ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বেশি দামে মাস্ক বিক্রি করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
বেশি দামে মাস্ক বিক্রি করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা বেশি দামে মাস্ক বিক্রি করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালে বেশি দামে মাস্ক বিক্রির অপরাধে চার ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমানের নেতৃত্বে নগরের ফলপট্টি, চকবাজার ও মহসিন মার্কেটে এ অভিযান পরিচালানা করা হয়।

অভিযানে নগরের ফলপট্টি এলাকার রাজু মিয়া ও সাইদুর রহমানকে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা, মহসিন মার্কেটের মো. পারভেজকে ২০ হাজার টাকা ও চকবাজার এলাকার জেলা পরিষদ মার্কেটের ফজলুল হককে পাঁচ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান বাংলানিউজকে জানান, বরিশালের জেলা প্রশাসক (ডিসি) এস এম অজিয়র রহমানের নির্দেশনায় নগরের অন্যতম ব্যস্ততম এলাকাগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একাধিক ক্রেতা ভ্রাম্যমাণ আদালতের কাছে সরাসরি অভিযোগ করেন। করোনা ভাইরাসকে পুঁজি করে অধিক দামে ২০ থেকে ৩০ টাকার মাস্ক ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রয় করছেন দোকানীরা।  

অভিযোগের ভিত্তিতে সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় চার দোকান মালিককে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি তাদের সচেতন করা হয়। অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক প্রসিকিউটিং অফিসার মোহাম্মদ জাকির হোসেন।  

এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মহানগর পুলিশের একটি দল।  

জেলা প্রশাসক অজিয়র রহমান বাংলানিউজকে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যাতে করোনা ভাইরাসকে পুঁজি করে নিদিষ্ট দামের চেয়ে বেশি দামে মাস্কসহ অন্যান্য পণ্য বিক্রয় করতে না পারে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।