ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে মাস্কের দাম বেশি নিলে জানান ০১৩১৮৩৯৬৯০৫ এ নম্বরে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
ফেনীতে মাস্কের দাম বেশি নিলে জানান ০১৩১৮৩৯৬৯০৫ এ নম্বরে

ফেনী: ফেনীতে ফার্মেসিসহ কোনো প্রতিষ্ঠানে মাস্ক বা স্যানিটাইজারের দাম বেশি চাইলেই অর্থদণ্ডসহ কঠোর ব্যবস্থা নেবে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর। যে কেউ অভিযোগ জানাতে পারবেন ০১৩১৮৩৯৬৯০৫ এই নম্বরে কল করে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সোহেল চাকমা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, করোনা সংক্রমণ মোকাবিলায় সরকারিভাবে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইতিমধ্যে অনেকে আতঙ্ক ছড়িয়ে মাস্ক বা স্যানিটাইজারের দাম বেশি রাখছে বলে শোনা যাচ্ছে। এ অবস্থায় দাম নিয়ন্ত্রণে রাখতে শহরের হাজারী রোডের ভোক্তা অধিকারের নিজস্ব অফিসে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এখানে যে কেউ সরাসরি অভিযোগ করতে পারবে অথবা (কন্ট্রোল রুম নম্বরে ০১৩১৮৩৯৬৯০৫) ভুক্তভোগীরা অডিও বা ভিডিও রেকর্ডিং করে ফার্মেসি বা প্রতিষ্ঠানের নামসহ অভিযোগ করতে পারবে।

প্রয়োজনে অভিযোগকারীর নাম, পরিচয় গোপন রাখা হবে। এতে ভোক্তা অধিকারের পক্ষ থেকে দ্রুত সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বেশি দামে বিক্রি করলে জেল-জরিমানা করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
এসএইচডি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।