জাতির জনকের প্রতি সম্মান জানাতে ১৭ মার্চ গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের উদ্যোগে এ কর্মসূচি নেওয়া হয়েছিল। তবে করোনা ভাইরাসের প্রভাবে তা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে গাজীপুরে বঙ্গতাজ অডিটরিয়ামে সংবাদ সম্মেলন করে মেয়র জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। পরবর্তীতে সুবিধাজনক সময়ে এ কর্মসূচি পালন করা হবে।
মেয়র বলেন, জাতির জনকের প্রতি সম্মান দেখাতে দেশের মানুষ মোজাইকের আদলে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরির করে বিশ্বকে জানিয়ে দিতে চেয়েছিলো। কিন্তু করোনা ভাইরাসের প্রভাবে তা আপতত স্থগিত করা হয়েছে।
তিনি আরও বলেন, এ কর্মসূচির মাধ্যমে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে চেয়েছিলো বাংলাদেশ। এরমধ্যে গাজীপুর সিটি করপোরেশন গিনেস কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরে আবেদন করেছিলেন। সে ব্যাপারে তারা সাড়া পাওয়ার পরই ওই কর্মসূচি হাতে নেওয়া হয়। কিন্তু করোনা ভাইরাসের জন্য ১৭ মার্চের কর্মসূচি স্থগিত করা হলেও পরবর্তীতে সুবিধাজনক সময়ে ওই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
গাজীপুরের দোকানগুলো মাস্কের কৃত্রিম সংকট দুর করা হবে। পাশাপাশি অতিরিক্ত মুনাফাভোগীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
আরএস/ওএইচ/