ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের পরিচালক আবুল কালাম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের পরিচালক আবুল কালাম

ঢাকা: বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক ডা. মো. আবুল কালামকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ও অধ্যাপক হিসেবে নিয়োগ করেছে সরকার।
 

সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী গত ৩ ফেব্রুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তাকে নিয়োগ দিয়ে মঙ্গলবার (১০ মার্চ) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
 
একই মেয়াদে তাকে ‘শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’ স্থাপন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালকও নিয়োগ করা হয়েছে।


 
এ নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
এমআইএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।