মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ইমরান আহমদ ও জুনাইদ আহমেদ উপজেলার বর্ণি এলাকায় নির্মানাধীন বঙ্গবন্ধু হাইটেক পার্ক পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে।
প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ভূমিকা বিষয়ক এক সেমিনারে অংশ নিতেই এদিন কোম্পানিগঞ্জ যান প্রবাসীকল্যাণ মন্ত্রী ও তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী।
সম্প্রতি কোয়ারিতে পাথর উত্তোলন করতে গিয়ে একের পর এক শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটতে থাকে। এর পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশে গোয়াইনঘাটের জাফলং, কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ, শাহ আরেফিন ও বিছানাকান্দি কোয়ারি থেকে পাথর উত্তোলন বন্ধ করে দেওয়া হয়। এছাড়া কোয়ারি এলাকা শ্রমিকদের সরে যেতে বাধ্যও করা হয়।
এ অবস্থায় বেকার হয়ে পড়ে হাজার হাজার পাথরশ্রমিক। সিলেটের বন্ধ এসব পাথর কোয়ারি পুনরায় খুলে দেওয়ার দাবিতেই মঙ্গলবার প্রবাসীকল্যাণ মন্ত্রী ও তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রীর গাড়ি আটকান শ্রমিকরা।
এদিকে শ্রমিকদের দাবির মুখে এক পর্যায়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ গাড়ি থেকে নেমে গিয়ে শ্রমিকদের সান্ত্বনা দেন ও পাথর কোয়ারি খুলে দেওয়ার ব্যাপারে দ্রুত আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন। ওই আশ্বাসের পর অবরোধ তুলে নেন শ্রমিকরা।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
এনইউ/এইচজে