ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

উজবেকিস্তানের রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান তুরস্কে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
উজবেকিস্তানের রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান তুরস্কে

ঢাকা: তুরস্কে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নিয়োগ পেয়েছেন উজবেকিস্তানের রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান।

বিসিএস পররাষ্ট্র ক্যাডারের এই কর্মকর্তাকে দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ দিয়ে মঙ্গলবার (১০ মার্চ) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
 
আগামী ২০ এপ্রিল মসয়ূদ মান্নানের অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা।

‘সরকারি চাকরি আইন, ২০১৮’ অনুযায়ী অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধা স্থগিত করে চুক্তিতে তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে।
 
অপর আদেশে মরিশাসের পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশনের দ্বিতীয় সচিব হিসেবে কর্মরত মৌসুমী অয়েছ’কে এক বছরের পূর্ণ আর্থিক সুবিধাসহ চুক্তিতে একই কর্মস্থলে প্রথম সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
 
আগামী ৫ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে এই নিয়োগ আদেশ কার্যকর হবে।
 
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
এমআইএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।