মঙ্গলবার (১০ মার্চ) নিজ নিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথকভাবে এসব জরিমানা করে সংস্থা দু’টি।
ডিএনসিসির আওতাধীন গুলশান ১, ২, বনানী ও মহাখালী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীন।
অপরদিকে ডিএসসিসির আওতাধীন মিটফোর্ড, নয়াবাজার, চকবাজার, বাবুবাজার, নিউমার্কেটসহ আশপাশের এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে অংশ নেন সংস্থাটির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান এবং অঞ্চল-১ ও ৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ।
এ সময় তারা প্রায় এক হাজার দোকান পরিদর্শন করেন। এরমধ্যে ১৩টি প্রতিষ্ঠানে মাস্ক ও অন্য মেডিক্যাল সরঞ্জামের অস্বাভাবিক মূল্য রাখার অপরাধে তাদের এক লাখ ৪৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
এসএইচএস/আরবি/