ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বেশি দামে মাস্ক বিক্রি করা ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
বেশি দামে মাস্ক বিক্রি করা ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকা: মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকার দুই সিটি করপোরেশন। এ সময় ধার্যকৃত মূল্যর অধিক দামে মাস্ক বিক্রি ও পণ্যের রশিদ সংরক্ষণ না করায় ১৬ প্রতিষ্ঠানকে মোট এক লাখ ৭১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর দুই সিটিতে বিভিন্ন সময়ে এসব অভিযান চালানো হয়।  

ঢাকা দক্ষিণ সিটির উদ্যোগে বিভিন্ন এলাকায় সার্জিক্যাল মাস্ক ও স্যানিটাইজারের দাম বাড়ানোর সংবাদ পেয়ে মিটফোর্ড, নয়াবাজার, বাবুবাজার, চকবাজার, মিটফোর্ড রোড, নিউমার্কেট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

এ সময় সার্জিক্যাল মাস্কের দাম বাড়ানোর কারণে ১৩ প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় বলে জানান ঢাকা দক্ষিণ সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রাসেল সাবরিন।  

আর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।  

এদিকে একই দিন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় অভিযান চালিয়ে গুলশান ১ ও ২, বনানী এবং মহাখালী এলাকায় তিনটি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীন জানান, ধার্যকৃত মূল্যর বেশি দামে মাস্ক বিক্রি ও পণ্যের রশিদ সংরক্ষণ না করায় এ জরিমানা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, মার্চ ১০, ২০২০ 
ইএআর/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।