মঙ্গলবার (১০ মার্চ) দিনব্যাপী পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব ইটভাটা ভেঙে দিয়েছে। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাকছুদুল ইসলাম এ আদালতের নেতৃত্ব দেন।
আদালত সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার বরমা ও গোসিঙ্গা এলাকায় অভিযান চালান পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এসময় এস্কেভেটর (ভেকু) দিয়ে তিনটি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় ইটভাটাগুলোর আগুন নিভিয়ে সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এছাড়া ইটভাটাগুলোর মধ্যে বরমা এলাকার মেসার্স অপু ব্রিকসকে ২ লাখ টাকা, মেসার্স সালাউদ্দিন ব্রিকসকে ৫ লাখ টাকা ও গোসিঙ্গা এলাকার এমইএন ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এসময় পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার উপস্থিত ছিলেন। অভিযানে গাজীপুর ফায়ার সার্ভিস, র্যাব-১ ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
আরএস/ওএইচ/