ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদের পলেস্তারা খসে আহত ৫ রোগী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদের পলেস্তারা খসে আহত ৫ রোগী স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদের পলেস্তারা খসে আহত ৫ রোগী। ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে পাঁচ রোগী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ওই হাসপাতালের পুরুষ ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- প্রকাশ বিশ্বাস (১৭), সজল বিশ্বাস (১৪), সায়মন ইসলাম লিমন (১১), জিতেন্দ্রনাথ বৈরাগী (৭০) ও মোফাসের হাওলাদার (৬৫)।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বাংলানিউজকে জানান, কয়েক বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসা সেবা চলছিল। এর আগেও কয়েকবার হাসপাতালের পুরুষ ওয়ার্ডটিতে পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটেছে। এতে হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আহত রোগীদের চিকিৎসা দেওয়া হয়েছে।  

দুর্ঘটনার পরপর আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।  

এ সময় তার সঙ্গে হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মামুন মোল্লা ও ডা. সৈকত জয়ধর উপস্থিত ছিলেন।

বাংলা‌দেশ সময়: ২০২৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।