ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় ট্রাকচাপায় ভ্যানের যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
মাগুরায় ট্রাকচাপায় ভ্যানের যাত্রী নিহত

মাগুরা: মাগুরা ঢাকা-খুলনা মহাসড়কে ভাবনহাটির ঢালে সড়ক দুর্ঘটনায় শান্ত সরদার (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমাবার (১০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাবনহাটি এলাকায় এ সড়ক দুঘটনা ঘটে। নিহত শান্ত সরদার দিঘল গ্রামের বিমল সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় শান্ত শাখিলা আড়পাড়া বাজার থেকে ভ্যানে আঙ্গারদহ যাচ্ছিলেন। তিনি ভাবনহাটি পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেল ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে শান্ত পড়ে যায় তখন পেছনে থেকে আসা ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মাগুরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সালাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।