মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এ স্ক্যানার বসানো হয়।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক দেবপদ রায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বিদেশ থেকে আমদানি করা থার্মাল স্ক্যানারটি (জ্বর পরিমাপক) স্বয়ংক্রিয়ভাবে যাত্রীদের শরীরের তাপমত্রা মাপবে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, প্রায় দেড় বছর ধরে এই বিমানবন্দরের হ্যান্ডহেল্ড থার্মোমিটারটি বিকল হয়েছিল। সম্প্রতি করোনা ভাইরাস আতঙ্কে হাতে ব্যবহৃত ওই জ্বর মাপার যন্ত্রটি কাজ করছে না বলেও অভিযোগ মিলেছে। খোদ সিভিল সার্জনও জ্বর পরিমাপক যন্ত্রটি বিকল থাকার কথা স্বীকার করেন।
পরে আধুনিক থার্মাল মেশিন চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দিলে যাত্রীদের জ্বর শনাক্তে নতুন থার্মাল স্ক্যানার দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
এনইউ/এইচজে