ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কিছু লোকের স্বার্থে জাতীয় সম্পদকে প্রাধান্য দিচ্ছি না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
কিছু লোকের স্বার্থে জাতীয় সম্পদকে প্রাধান্য দিচ্ছি না

পঞ্চগড়: রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, কিছু লোকের ব্যক্তিগত স্বার্থে আজ জাতীয় সম্পদকে আমরা প্রাধান্য দিচ্ছি না। এই যে মাটি, বালি বা পাথর এইটা আপনার আমার সম্পদ না, এটা রাষ্ট্রীয় সম্পদ, খনিজ মন্ত্রণালয়ের সম্পদ। বালি-পাথর তুলতে গেলে আপনার কর্তৃপক্ষের অনুমতি লাগবে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের বন্ধ থাকা বিভিন্ন পাথর উত্তোলন সাইট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি ঢাকায় গিয়ে বিষয়টি নিয়ে এবং কর্মসংস্থানের বিষয়টি নিয়ে কথা বলবো।

এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াসমিন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার নাঈমুল হাছান, তেঁতুলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদুল হক, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবু সাঈদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবু সারোয়ার বকুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, ভজনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকছেদ আলী প্রমুখ।

তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ও শালবাহান এলাকায় ডাহুক ও করতোয়া নদীতে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন করলে প্রশাসন বন্ধ করে দেয়। এতে করে এলাকার সাধারণ শ্রমিক ও ব্যবসারী বেকার হয়ে পড়ে। গত ২৬ জানুয়ারি পাথর শ্রমিকরা পাথর উত্তোলনের দাবিতে ভজনপুর এলাকায় সড়ক অবরোধ করলে পুলিশ ও শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে হয়। এ ঘটনায় এক পাথর শ্রমিক নিহত এবং পুলিশের গাড়ি ভাঙচুরসহ বেশ কয়েকজন পুলিশ ও শ্রমিক আহত হয়।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।