মঙ্গলবার (১০ মার্চ) দুপুর থেকে শুরু হয়ে অভিযান শেষ হয় রাত ৯টায়। অভিযানের নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
ফার্মেসিগুলোর মধ্যে তপু এন্ড ব্রাদার্সকে দুই লাখ, দেওয়ান এন্টারপ্রাইজকে ৬ লাখ (ও একজনের এক বছরের কারাদণ্ড), আল ওয়ারী সার্জিকেলকে এক লাখ, মেসার্স লোকনাথ ড্রাগ হাউজকে ৭৫ হাজার, মা মেডিসিন হাউজকে দেড় লাখ, ওয়েব মেডিসিনকে তিন লাখ , আনোয়ারা সার্জিকেলকে দুই লাখ, সার্জি গ্লো হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বাংলানিউজকে জানান, অভিযান শুরুর পর তিনটি বিশেষ কারণ পাওয়া গেছে। ৫০ টাকা মূল্যের প্যাকেটের মাস্ক বিক্রয় করা হয় ১২০০ টাকা এবং সরকারি ফ্রি ও মেয়াদ উত্তীর্ণ নকল ওষুধ পাওয়া যায়।
তিনি আরও জানান, কিছু অসাধু ব্যবসায়ী জাতির এ ক্রান্তিকালে অনৈতিকভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে মাস্ক বিক্রি করছিল। এমন অভিযোগের ভিত্তিতে মিডফোর্ডে অভিযান পরিচালনা করা হয়।
বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
এমএমআই/এমএইচএম