মঙ্গলবার (১০ মার্চ) এয়ারপোর্ট থানা কর্তৃক আয়োজিত ওপেন হাউজ ডে-তে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় উপ-কমিশনার (উত্তর) মো. খায়রুল আলম বলেন, আমি আমার এলাকায় কোনো নয়ন বন্ড তৈরি হতে দেবো না।
এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) শেখ মোহাম্মদ ফয়সালের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম বলেন, থানায় সেবা নেয়ার জন্য কেউ কোনো প্রকার দালালদের শরণাপন্ন হবেন না, এ থানায় দালাল বাটপারের কোনো জায়গা নেই, পুলিশি সেবা পেতে ঘুষের কোনো সুযোগ নেই।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ কমিশনার ট্রান্সপোর্ট অ্যান্ড এয়ারপোর্ট জোন মো. রবিউল ইসলাম শামীম, এয়ারপোর্ট থানার পরিদর্শক (অপারেশন) মো. মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বাংলাদেশ সময়: ০৩১৬ ঘন্টা, মার্চ ১১, ২০২০
এমএস/এমএইচএম