ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে করোনা ভাইরাস প্রতিরোধে নেই প্রস্তুতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
সৈয়দপুরে করোনা ভাইরাস প্রতিরোধে নেই প্রস্তুতি

নীলফামারী: ‘নভেল করোনা ভাইরাস’ প্রতিরোধে এখনো তেমন প্রস্তুতি নেওয়া হয়নি নীলফামারীর সৈয়দপুরে। তবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠকের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। 

এদিকে, গত ২৯ জানুয়ারি সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আইসোলেশন ইউনিট গঠন এবং গত ২৬ ফেব্রুয়ারি করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে ও আক্রান্তদের তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করতে মেডিসিন কনসালট্যান্ট ডা. মনিরুজ্জামানকে প্রধান করে ৮ সদস্য বিশিষ্ট কোভিড-৯ ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির কাজ হচ্ছে, যদি করোনা আক্রান্ত কাউকে পাওয়া যায় তাহলে তাৎক্ষণিক তার চিকিৎসা নিশ্চিত করা।

 

সৈয়দপুর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. আরিফুল হক বাংলানিউজকে এসব তথ্য জানান।

তিনি আরও জানান, করোনা প্রতিরোধে হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছে। হাসপাতালে করোনা ভাইরাস কর্নার গঠন করা ও বর্তমানে হাসপাতালের নতুন ভবনের নিচ তলায় ৭ শয্যা বিশিষ্ট করোনা ইউনিট থাকলেও প্রয়োজনে তা আরও বাড়ানো হবে। হাসপাতালে মাস্ক, গাউন ও অন্য সামগ্রীর সংকট রয়েছে। তবে করোনা প্রতিরোধে ৪ লাখ জনসংখ্যা অধ্যুষিত এই সৈয়দপুরে এসব প্রস্তুতি খুবই অপ্রতুল বলে জানান তিনি।

এদিকে করোনা ভাইরাস শনাক্তের জন্য এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ। রংপুর বিভাগের একমাত্র ব্যস্ততম এই বিমানবন্দরে স্থাপন করা হয়নি কোনো বুথ। অথচ, বিমানবন্দরটি ব্যবহার করছেন দেশি-বিদেশি দেড় হাজারেরও বেশি যাত্রী। এখানে প্রতিদিন ১১টি উড়োজাহাজ ওঠা-নামা করে। বিপুল সংখ্যক বিদেশি যাত্রীও ব্যবহার করে থাকেন সৈয়দপুরের আকাশপথ। এ এলাকায় উত্তরা ইপিজেড, বড়পুকুরিয়া কয়লাখনি ও কয়েকটি স্থাপনায় প্রায় দুই হাজার চীনা নাগরিক কাজ করেন।

কথা হয় সৈয়দপুর বিমানবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমানের সঙ্গে। তিনি বলেন, যেহেতু সৈয়দপুর বিমানবন্দর অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করছে, তাই যারা ঢাকা থেকে আসছেন তারা হযরত  শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পর্যবেক্ষণ প্রক্রিয়া সেরেই আসছেন এবং যারা এখান থেকে যাচ্ছেন তাদেরও সেখানে পরীক্ষা করা হচ্ছে। তাছাড়া আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে এখনো কোনো নির্দেশনা পাইনি। নিদের্শনা পেলেই তা আজ-কালের মধ্যে হতে পারে।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।