মঙ্গলবার (১০ মার্চ) রাতে উপজেলার মাদরা বিজিবি ক্যাম্পের সামনের রাস্তা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দা গ্রামের ইকবাল হোসেন (৪২), সাতক্ষীরা শহরের কাটিয়ার আশরাফুজ্জামান (৩২), সুলতানপুরের মোস্তাফা কামাল (৩২), কলারোয়ার দক্ষিণ ভাদিয়ালীর সোহাগ হোসেন (২৫) ও একই গ্রামের রাশেদুজ্জামান।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বাংলানিউজকে জানান, গোপন সংবাদে ভিত্তিতে রাতে ওই ক্যাম্পের সামনের রাস্তা থেকে প্রাইভেটকারসহ পাঁচ জনকে আটক করা হয়। সেসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় তিন বোতল ফেনসিডিল, ১২টি মোবাইল। এছাড়া প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। আটকদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
এসআরএস