বুধবার (১১ মার্চ) সকালে উপজেলার আক্কেলপুর-বগুড়া সড়কের ভিকনী ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে ওই ডোবায় বৃদ্ধের মরদেহ দেখে থানায় খবর দেওয়া হয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বাংলানিউজকে বলেন, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ঘটনাস্থল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরনে ছিল লাল চেক শার্ট ও লুঙ্গি। বৃদ্ধের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
এসআরএস