ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বস্তি থেকে আগুন পাশের ভবনে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
বস্তি থেকে আগুন পাশের ভবনে

ঢাকা: রাজধানীর মিরপুরের রূপনগরের 'ত' ব্লকের বস্তিতে লাগা ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে পাশের ভবনেও। এরই মধ্যে আগুনে পুড়ে প্রায় শেষ পুরো বস্তি।

আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ২২ ইউনিট। বুধবার (১১ মার্চ) সকাল ৯টা ৪৫ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়।

এই রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

বস্তির আগুন সংলগ্ন একটি আবাসিক ভবনে ছড়িয়ে পড়েছে। ছয়তলা ভবনটির ষষ্ঠ তলায় আগুন জ্বলতে দেখা যাচ্ছে। ভবনটিতে আগুন আরও ছড়িয়ে পড়ছে।

ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করার পরও ভবন পর্যন্ত আগুন আসায় এবং ফায়ার সার্ভিস কর্মীরা আসতে দেরি করায় স্থানীয়রা তাদের গাড়ি ভাঙচুর করেছে।

তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।