ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বস্তির নেতাদের লিস্ট হবে: ইলিয়াস মোল্লা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
বস্তির নেতাদের লিস্ট হবে: ইলিয়াস মোল্লা

ঢাকা: রূপনগর বস্তিতে আগুন লাগার ঘটনায় বস্তির মালিক কথিত নেতাদের লিস্ট হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস মোল্লা।

তিনি বলেন, বস্তিতে প্রায় ১০ হাজার ঘরে ৪০ হাজার রুম ছিলো। অধিকাংশ ঘরই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বস্তিতে একেক নেতার ২০ থেকে ৪০ টা করে ঘর আছে। এ নেতাদের লিস্ট হবে।

বস্তিতে অবৈধ গ্যাস-বিদ্যুৎ সংযোগের বিষয়ে তিনি বলেন, এখন এসব কথা বলছে তারা কারা? তারা এতোদিন কেন বলেনি? তাদের ধরা হবে। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সেল্টার সেন্টার তৈরি করে তাদের থাকার ব্যবস্থা করা হবে। এজন্য যতোগুলো সেল্টার সেন্টার দরকার তা স্থাপন করা হবে। সেখানে আজ দুপুরের খাবার থেকে যতবেলা খাবার দরকার সব সরবরাহ করা হবে।

বস্তিবাসীর জন্য যতো ধরনের সহযোগিতা দরকার আমরা করবো। সরকারি প্রশাসনের বাইরে আমাদের প্রত্যেক নেতাকর্মী বস্তিবাসীর পাশে থাকবে বলেও জানান তিনি।

** পানি সংকটের কারণেই কমছিল না আগুনের তীব্রতা

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।