বুধবার (১১ মার্চ) দুপুরে ভোলা-জংশন সড়কের তুলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোহাগ ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের মৃত বেলায়েত হোসেনের ছেলে ও টাইলস শ্রমিক ছিল।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রতন কুমার শীল বাংলানিউজকে জানান, দুপুরের দিকে ভেদুরিয়া থেকে মোটরসাইকেল নিয়ে ভোলার দিকে যাচ্ছিল সোহাগ। পথে তুলাতলী এলাকায় একটি ক্যাকড়া ট্রলির সঙ্গে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রলিটি জব্দ করলেও চালক পলাতক রয়েছেন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
এসআরএস