বুধবার (১১ মার্চ) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মহিলারোড নামক স্থানে অবস্থিত ফিলিং স্টেশনে এ ডাকাতির ঘটনা ঘটে।
ফিলিং স্টেশন সূত্র জানায়, ২০/২২ জন অস্ত্রধারী ডাকাত ওই ফিলিং স্টেশনের অফিস কক্ষে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে।
ফিলিং স্টেশনের মালিক মীর জামাল হোসেন জানান, নগদ ২ লাখ ৯৪৮ টাকা নিয়ে গেছে ডাকাতরা। এসময় তারা অফিস কক্ষ ভাঙচুর করে। সব মিলিয়ে ৪ লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে। সিসি ক্যামেরা ভেঙে ফেলার আগ পর্যন্ত ডাকাতির দৃশ্য ধারণ হয়েছে।
নগরকান্দা থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ ও সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে কাজ শুরু করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
আরএ