বুধবার (১১ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ অভিযান পরিচালনা করে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেন।
প্রতিষ্ঠানগুলো হলো- কাঠপট্টি রোড এলাকার সার্জিক্যাল অ্যান্ড সায়েন্টিফিক স্টোর, জেলখানা মোড় এলাকার বিষ্ণুপ্রিয়া ও ব্রাইট ফার্মেসি।
রুমানা আফরোজ জানান, এ প্রতিষ্ঠানগুলোতে মাস্ক ও স্যানিটাইজার বেশি দামে বিক্রি করা হচ্ছিল। পাশাপাশি ভোক্তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচারণও করা হচ্ছিল। ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে সত্যতা পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ আইনের আওতায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। পাশাপাশি তাদের সতর্কও করে দেওয়া হয়।
জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের নির্দেশে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
এমএস/ওএইচ/