বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় উপজেলার উপশহরের ৩ নম্বর রোড আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুমন বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কুটুরবাড়ী এলাকার আ. কাদেরের ছেলে।
পুলিশ জানায়, বগুড়া সদর উপজেলার উপশহর থেকে সুমন ও সেতু মোটরসাইকেল চালিয়ে চারমাথা এলাকার দিকে যাচ্ছিলো। এ সময় তারা দ্রুত গতিতে একটি রিকশাকে ওভারটেক করার চেষ্টা করলে রিকশার সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে গেলে পেছনে থাকা ইটবোঝাই ট্রাকচাপায় সুমন ঘটনাস্থলে মারা যায়। পরে গুরুতর আহত অবস্থায় সেতুকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপশহর ফাঁড়ির পরিদর্শক নান্নু মণ্ডল বাংলানিউজকে জানান, ট্রাকের চালক ও হেলপারকে আটক করাসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ০৪৪৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
কেইউএ/আরআইএস/