ঢাকা: রাজধানীর ফার্মগেট এলাকার বিজ্ঞান কলেজের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় কামরুল হাসান ফয়সাল ওরফে মোস্তফা (৩৫) নামে এক পাঠাও চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে।
পথচারী আবুল কাশেম জানান, মোস্তফা মোটরসাইকেলে একাই ছিলেন।
তিনি মোটরসাইকেল চালিয়ে ফার্মগেট বিজ্ঞান কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কায় দেয় এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মোস্তফার খালাতো ভাই মো. ফয়েজ জানান, তাদের বাড়ি গাজীপুর টঙ্গীর মরকুন এলাকায়। মোস্তফার বাবার নাম আবুল হোসেন ওরফে আব্দুল আওয়াল। মোস্তফা অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং পাঠাওয়ে মোটরসাইকেল চালাতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৬১৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
এজেডএস/আরআইএস/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।