শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার হাজিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মহরম আলী শেরপুর উপজেলার হাপুনিয়া গ্রামের মৃত শহিদুল্লার ছেলে।
পুলিশ জানায়, শেরপুর উপজেলার হাজিপুর কলেজ রোড এলাকায় রাস্তা পারাপারের সময় ইটবোঝাই ট্রলি চাপা দিলে গুরুতর আহত হন মহরম আলী। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বাংলানিউজকে জানান, দুর্ঘটনার পর ট্রলি জব্দ করা হলেও চালক পালিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
কেইউএ/আরআইএস/