শুক্রবার (১৩ মার্চ) হাঁটতে বের হলে জালাকান্দি কবরস্থান এলাকায় একটি দ্রুতগামী সিএনজি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
জয়নাল আবেদিনের ভাতিজা মোশারফ মাতাব্বুর তার চাচার মৃত্যুর খবর নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আমার চাচা প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হয়েছিলেন। একটু পরই শুনি তিনি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। প্রথমে তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টায় চাচার মৃত্যু হয়। পথচারীরা ঘাতক সিএনজিটিকে আটক করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
এইচএডি/