ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

এজেন্টদের কমিশন দিয়ে গ্রাহকের নম্বর সংগ্রহ করতো চক্রটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
এজেন্টদের কমিশন দিয়ে গ্রাহকের নম্বর সংগ্রহ করতো চক্রটি

ঢাকা: বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের এজেন্টদের নির্দিষ্ট পরিমাণ কমিশন দিয়ে গ্রাহকদের মোবাইল নম্বর সংগ্রহ করে প্রতারণা করে আসা একটি চক্রের মূলহোতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এরপর চক্রটি মোবাইল ব্যাংকিং অফিসের নম্বর ক্লোন করে গ্রাহককে ফোন দিয়ে টাকা হাতিয়ে নিতো।

চক্রের সদস্যরা গ্রাহকদের ফোন করে বিভিন্ন কোড ডায়াল করতে বলতেন অথবা তারা মেসেজ দিয়ে বিভিন্ন লিংক পাঠাতেন। গ্রাহকরা সেই কোড ডায়াল করলে বা লিংকে ক্লিক করলেই গ্রাহকদের একাউন্ট থেকে টাকা নিয়ে নিতেন তারা।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে রাজধানীর টিকাটুলীতে র‌্যাব-৩ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রকিবুল হাসান।

তিনি জানান, বৃহস্পতিবার (১২ মার্চ) দিনগত রাতে মিরপুর-১ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মোবাইল ব্যাংকিং প্রতারক চক্রের মূলহোতা মো. সোহেল আহম্মেদকে (৩৬) আটক করেছে র‌্যাব সদস্যরা। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ সিমকার্ড, মাল্টি সিম গেটওয়ে ডিভাইস, একটি ল্যাপটপ, একটি সিগন্যাল বুস্টার, তিনটি মডেম ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

আটক সোহেলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, সোহেল ২০১৭ সাল থেকে এ প্রতারণার কাজে জড়িত। প্রতারণার মাধ্যমে তিনি এখন পর্যন্ত বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন। এ চক্রে আরও ৪/৫ জনের নাম জানা গেছে উল্লেখ করে তিনি বলেন, তবে তদন্তের স্বার্থে তাদের নাম এখনই বলা যাবে না। আমরা অতি শিগগিরই তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবো।

চক্রটির প্রতারণার ধরন প্রসঙ্গে তিনি বলেন, কোনো গ্রাহক যদি মোটা অংকের টাকা লেনদেন করতো, তাহলে সেই নম্বর ও তথ্য এজেন্টরা চক্রটিকে জানিয়ে দিতো। তখন তারা মোবাইল ব্যাংকিং কোম্পানির নম্বর ক্লোন করে সেন্ডার বা রিসিভারকে কল দিয়ে বলতো- আমি মোবাইল ব্যাংকিংয়ের অফিস থেকে বলছি, আপনি যেই টাকা পাঠিয়েছেন বা এসেছে, সেই টাকা ভুল নম্বরে চলে গিয়েছে।

এমন সব ভুয়া কৌশল অবলম্বন করে গ্রাহকদের বিভিন্ন কোড ডায়াল করতে বলতেন অথবা তারা মেসেজ দিয়ে বিভিন্ন লিংক পাঠাতেন। গ্রাহকরা সেই কোড বা লিংকে ক্লিক করলেই প্রতারক চক্রটি গ্রাহকের টাকা নিয়ে নিতো।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।