ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ভালুকায় ট্রাকচাপায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
ভালুকায় ট্রাকচাপায় নিহত ২

ময়মনসিংহ: ময়মনসিংহ ভালুকা উপজেলার নতুন বাসস্ট্যান্ড এলাকায় বালুবোঝাই ট্রাকচাপায় দু’জন নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জনের মধ্যে একজন হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার হারুনুর রশিদের ছেলে আনোয়ার হোসেন (৪২)।

অপর জনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

পুলিশ জানায়, সকালে ভালুকা বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-ময়মনসিংহ সড়কে একটি ড্রাম ট্রাক ইউটার্ন নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক ও এক যাত্রী নিহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে দু’জনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।

ভালুকা হাইওয়ে পুলিশের পরিদর্শক মাহমুদ আদনান বাংলানিউজকে জানান, ঢাকা-ময়মনসিংহ সড়কে একটি ড্রাম ট্রাক ইউটার্ন নেওয়ার সময় একটি ব্যাটারিচালিত রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক ও এক যাত্রী মারা যান। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন। নিহত দু’জনের মধ্যে বাকি একজনের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
একে/আরআইএস/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।