ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে সৌদি আরব-দুবাইফেরত ৬ জন হোম কোয়ারেন্টাইনে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
কুড়িগ্রামে সৌদি আরব-দুবাইফেরত ৬ জন হোম কোয়ারেন্টাইনে

কুড়িগ্রাম: কুড়িগ্রামে করোনা ভাইরাস সংক্রমণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সৌদে আরব ও দুবাই ফেরত ৬ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

নজরুল ইসলাম জানান, হোম কোয়ারেন্টাইনে থাকা সবাই সদর উপজেলার বাসিন্দা।

তাদের মধ্যে গত ৪ ও ৫ মার্চ সৌদি আরব থেকে ওমরাহ পালন করে দেশে ফিরেছেন ৫ জন। তাদের বয়স ৪০ থেকে ৫৯ বছরের মধ্যে। এছাড়া ৮ মার্চ দুবাই থেকে ৩৫ বছর বয়সী এক যুবক দেশে এসেছেন। তবে তারা প্রত্যেকেই সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।

‘করোনা ভাইরাস সংক্রমণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের সবাইকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় স্বাস্থ্যকর্মীরা সার্বক্ষণিক তাদের পর্যবেক্ষণ করছেন। ’ 

এদিকে কুড়িগ্রামের আরেক সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, করোনা ভাইরাস মোকাবিলায় জেলার হাসপাতালগুলোতে আইসোলেশন ওয়ার্ড স্থাপন করে ৩১টি বেড প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে জেলা সদরের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ১০টি ও ৮টি উপজেলা হাসপাতালে ২১টি বেড রয়েছে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন বাংলানিউজকে জানান, করোনা ইস্যুতে কোয়ারেন্টাইনে রাখার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। সেই সঙ্গে জনসমাগম হয় এমন সভা-সমাবেশ এড়িয়ে চলার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
এফইএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।